রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১১

একুশের ছড়া

অনিল সরকার

একুশ মানে
ভোরের মিছিল
একুশ মানে ফাগুন।
একুশ মানে
কৃষ্ঞচূড়ায়
জ্বলে রক্ত আগুন ।।

বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০১১

কঠিন সময়


 যতই সামনে যাচ্ছি
যতই নাড়া দিচ্ছি শিকড়ে অস্তিত্ব
মুখোশ খসে পড়ে,মুখ দেখি দানবের।

 যতই এগুচ্ছি,রক্ত নদী
শ্রেষ্ঠীদের ঘাতকেরা নির্লজ্জ আয়ুধ হাতে
মানুষের ঝড়কে বাধা দিতে চায়
তাই সেখানে রক্ত নদী ছলোছলো ক্রোধে।

 যতই যাছি সূরযের কাছাকাছি
বরফের মতো দস্যুর থাবা
আমাদের অনুসরন করছে ।